মারা গেছেন তামিল অভিনেতা মাধান বব। ২ আগস্ট (শনিবার) সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকার নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মাধান বব নামে পরিচিত হলেও তার আসল নাম ছিল এস কৃষ্ণমূর্তি। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন বলে জানা যায়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
চার দশকের কর্মজীবনে তিনি দুই শতাধিক সিনেমা করেছেন। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ে আসার আগে তিনি সংগীতশিল্পী ছিলেন। কর্মজীবনের শুরুতে ওষুধ কোম্পানিতে প্রতিনিধি হিসেবে কাজ করেন।
১৯৮৪ সালে বালু মহেন্দ্র পরিচালিত ‘নিংগাল কেট্টাভাই’ ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু তার। তিনি বলতেন, তার অভিনয় প্রেরণা ছিলেন কৌতুক অভিনেতা কাকা রাধাকৃষ্ণ।
হিন্দি সিনেমা ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি।
শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও বেশ দাপট দেখিয়েছেন এই অভিনেতা। সান টিভির জনপ্রিয় কমেডি শো ‘আসাথা পোভাথু ইয়ারু’তে বিচারকের আসনে বসে নিজস্ব রসবোধ, উপস্থিত বুদ্ধি দিয়ে মাতিয়ে রাখতেন।
মাধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দক্ষিণী তারকারা।
ঠিকানা/এএস