Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণ, নিহত ১ ছবি : সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা বিস্ফোরণে রুম্মান নামের এক টেকনিশিয়ান নিহত হয়েছেন। ৩১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিতরেএ ঘটনা ঘটেছে। নিহত রুম্মান আহমদ (২২) সিলেট নগরীর বিমানবন্দর থানার টিলাপাড়া এলাকা বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন যখন চাকা খুলে নিচ্ছিল, শেষ দিকে হঠাৎ করে একটি চাকা বিস্ফোরিত হয়। তাতে দুই টেকনিশিয়ান আহত হন। আহত অবস্থায় রুম্মান আহমদকে নগরীর রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।

তিনি জানান, অপর আহত এনামুল হক (২৫) বিমানবন্দর থানার মহালদিগ গ্রামের বাসিন্দা।

সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক হাফিজ আহমদ জানান, এটি একটি রুটিন কাজ। আমাদের চুক্তিবদ্ধ একটি প্রতিষ্ঠান এ কাজটি করার সময় হঠাৎ কোনো কারণে সৃষ্ট দুর্ঘটনায় দুইজন আহত হন।

আহতদের তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে তাদের মধ্যে গুরুতর আহত রুম্মান আহমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এবং ওসমানী মেডিকেল আইসিইউ না থাকায় তাকে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

তিনি জানান, এ দুর্ঘটনায় বিমানবন্দর কিংবা বিমানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি নিতান্তই একটি দুঃখজনক ঘটনা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স