কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক ও ছয়জন সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার সময় একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট থেকে সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুঞ্জর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে ওমর উল্লাহ (২৮), বাখানগর গ্রামের খলিলের ছেলে মোহাম্মদ ইমন (৩০), রহিমপুর গ্রামের মফিজের ছেলে শুক্কুর আলী (২৮), কদমতলী গ্রামের মোখলেসের ছেলে পারভেজ (২৮), গুঞ্জর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে কামাল হোসেন (৪০) এবং নিমাইকান্দি গ্রামের সাইদুল হাসানের ছেলে মো. ডালিম (২১) রয়েছেন।
আহত সাংবাদিকরা হলেন শাহ ইমরান (দৈনিক খোলা কাগজ), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), মঈন নাসের খান রাফি (বার্তা ২৪), হাবিবুর রহমান মুন্না (দৈনিক পূর্বাশা), মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি) ও মো. বাপ্পি (ক্যামেরাম্যান, এসএ টিভি)।
এ বিষয়ে আহত ইউপি সদস্য শেখর বলেন, আমরা আল্লাহু চত্বরে এসে সমাবেশ শুরু করার পরই লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। আমাকে ও কয়েকজন সাংবাদিককে ব্যাপক মারধর করে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
এ ঘটনায় নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক বলেন, বিএনপির নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে আমাদের মিছিলে হামলা চালায়। শত শত ইটপাটকেল ছুড়ে আমাদের ওপর আক্রমণ চালানো হয়। প্রায় অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন। মেম্বার শেখরের অবস্থা গুরুতর।
অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন দাবি করেন, তিন দিন আগেই ছাত্রদলের একটি কর্মসূচির ঘোষণা দিয়েছিলাম। সেই কর্মসূচির প্রস্তুতির সময় আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে আসিফ মাহমুদের সমর্থকরা। আসিফ মাহমুদ মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আজকের মিছিলে আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী ও ভাড়া করা সন্ত্রাসীরা অংশ নিয়েছিল। এতে আমাদের ১৫ জন আহত হয়েছেন।
এ বিষয়ে মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিন কাদের খান বলেন, আজকের ঘটনায় এনসিপির একটি বিক্ষোভ চলাকালে পার্শ্ববর্তী স্থানে থাকা কিছু লোক বিনা উসকানিতে ইটপাটকেল ছুড়ে হামলা করে। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এনসিপির অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হবে। পাশাপাশি কারা এ ঘটনায় ইন্ধন দিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মুরাদনগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঠিকানা/এনআই