নিউইয়র্কের ম্যানহাটনে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি পুলিশ অফিসার দিদারুল বৃহস্পতিবার দুপুরে নামাজে ইসলামের নামাজে জানাযা আগামী ৩১ জুলাই বৃহস্পতিবার জোহরের নামাজের পর ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিউজার্সির টোটোয়ায় লরেল গ্রোভ সেমিট্রিতে দাফন করার কথা রয়েছে। বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
বাপা জানায়, ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পুলিশ অফিসার দিদারুল ইসলামের মরদেহ সর্বসাধারণের দেখানোর জন্য পার্কচেস্টার জামে মসজিদের ফিউনারেল হোমের বেজমেন্টে রাখা হবে। সেখানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত নারী এবং বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত পুরুষদের জন্য দেখার সুযোগ রাখা হবে। নারীদের মাথা কাপড়ে আবৃত রাখা বাধ্যতামূলক। বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফিউনারেল হোমের ফার্স্ট ফ্লোরে মরদেহ দেখার সুযোগ পাবেন সহকর্মী, পরিবার ও বন্ধু-বান্ধবেরা। এরপর দুপুর সোয়া ১টা থেকে দুপুর পৌণে ২টার মধ্যে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফন করা হবে নিউজার্সির টোটোয়ায় লরেল গ্রোভ সেমিট্রিতে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মিডটাউনে বন্দুকধারীর হারায় পুলিশ অফিসার দিদারুলসহ চার জন নিহত হন। হামলাকারী শেন তামুরা পরে আত্মহত্যা করেন।