Thikana News
৩১ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

আ.লীগ আমলে বিশেষ দেশের ব্যক্তিরা এসে গোপনে চুক্তি করেছে : শিক্ষা উপদেষ্টা

আ.লীগ আমলে বিশেষ দেশের ব্যক্তিরা এসে গোপনে চুক্তি করেছে : শিক্ষা উপদেষ্টা ছবি : সংগৃহীত

রাষ্ট্রের সংবেদনশীল প্রতিষ্ঠান ও জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে একটি বিশেষ দেশ আধিপত্য বিস্তার করেছিল মন্তব্য করে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, সে সময় বিশেষ দেশ থেকে ব্যক্তিরা এসে গোপনে গুরুত্বপূর্ণ চুক্তি সই করে নিয়ে গেছে, যেখানে মন্ত্রণালয়ের কেউ উপস্থিত থাকতেন না। এটা আমরা শুনতাম, এখন এটা নিশ্চিত হয়েছি। সে অবস্থা থেকে তরুণরাই দেশকে মুক্ত করে নিয়ে এসেছে। ৩০ জুলাই (বুধবার) দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

 

শিক্ষা উপদেষ্টা বলেন, জুলাই জাতির জন্য একটি বিশেষ মাস। এই মাসে আমাদের জাতি হিসেবে পুনর্জন্ম হয়েছে। শুধু কোটার জন্য আন্দোলন হয়নি। একটি নির্দিষ্ট বয়ান ও অচলায়তনের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ফলে একটি নতুন বাংলাদেশের সম্ভাবনা উন্মোচিত হয়েছে। এদেশের নাগরিক তার অধিকার ফিরে পেয়েছে। 

 

শিক্ষা উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের এক বছরে নানা রকম হতাশা আছে। আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করব। বিগত ১৭ বছরে দলীয় নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের নেতার দ্বারা পরিচালিত না হয়ে যেন নিজের বিবেককে কাজে লাগায়, এমন আহ্বান জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা থাকলেও ক্যাম্পাসে শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। দেশের মাধ্যমিক শিক্ষাকে মানসম্মত করা হচ্ছে এবং শিক্ষার্থীদের নির্ভুল বই সরবরাহ করা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসার চেষ্টা চলছে।

 

বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ছয়টি অনুষদে নতুন ভর্তি হওয়া পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। ওরিয়েন্টেশন বাস্তবায়ন কমিটির সভাপতি ড. মো. সামিউল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এ টি এম মাহবুব ই ইলাহি। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠাপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স