শ্রাবণ ভাসিয়ে যায়
সিক্ত সবুজ পাতায়,
আকাশে লুকানো সূর্যের পরাজয়ে
ফোঁটা ফোঁটা অশ্রুমালায়।
মেঘের বিচ্ছেদে ছন্দের দ্বন্দ্বে
সুরের বৃষ্টিতে ভেজানো রাস্তায়।
দাঁড়িয়ে একা...
মনের সজীবতার ছায়ায়
আলো-আঁধারের বিন্দু ব্যথায়!
তবু সুখ খুঁজি সবে
জেনে যাওয়া দুঃখের পূর্বাভাসে
নিস্তব্ধ চারপাশে আলসেমির চূড়ান্ত প্রহরে
ঝরঝর বাদলধারায় এগোয় দিন অনিচ্ছায়।