বর্ণিল আয়োজনে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের ‘ফ্যামিল নাইট’ অনুষ্ঠিত হয়েছে গত ২০ আগস্ট রোববার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারক গ্যারি মিরেট। ফ্যামিলি নাইটে ল’ সোসাইটির সদস্যরা সপরিবারে অংশ নেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ওই দিন সন্ধ্যায় গুলশান ট্যারেস ব্যাঙ্কুইট হলে অনুষ্ঠান শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের মধ্যে যাদেরকে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয়, তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ ময়ীন উদ্দিন (জুনেল)। অনুষ্ঠানের কনভেনর ছিলেন অ্যাডভোকেট মো. সায়দুর রহমান, জয়েন্ট কনভেনরের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার আকমাম খান, জয়েন্ট কনভেনর অ্যাডভোকেট সোনিয়া সুলতানা ও মো. জাহিদুল ইসলাম।
নিউইয়র্ক : সাংবাদিক নিহার সিদ্দিকীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি বিচারক গ্যারি মিরেট। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশে ল’ সোসাইটির সভাপতি অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন, সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট সৈয়দ ময়ীন উদ্দিন (জুনেল), অনুষ্ঠানের কনভেনর অ্যাডভোকেট মো. সায়দুর রহমান, উপদেষ্টা কাজী শামসুদ্দোহা, উপদেষ্টা অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাহবুব আলম, অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে লাইফ মেম্বারদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি বিচারক গ্যারি মিরেট লাইফ মেম্বারদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল র্যাফল ড্র। র্যাফল ড্রতে প্রথম পুরস্কার ছিল স্বর্ণের চেইন, দ্বিতীয় পুরস্কার ছিল ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার ছিল আইপ্যাড। পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরস্কার ছিল। র্যাফল ড্রতে প্রথম পুরস্কার পেয়েছেন নেহার সিদ্দিকী। আইপ্যাড পান সংগীতশিল্পী রোকসানা মির্জা। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রোকসানা মির্জা ও শাহ মাহবুব।
ফ্যামিলি নাইটে রেজিস্ট্রেশন ফি ছিল সিঙ্গেল ৫০ ডলার ও কাপল ৮০ ডলার। পাঁচ বছরের নিচে শিশুসন্তানসহ একটি পরিবারের জন্য চাঁদা ছিল ১৫০ ডলার। পাঁচ বছরের বেশি যাদের বয়স ছিল, তাদের জন্য জনপ্রতি ফি ধরা হয়েছিল ৩০ ডলার।
ফ্যামিলি নাইটের অনুষ্ঠানে ছিল ভুরিভোজ ডিনার। বাঙালিপনার বিভিন্ন খাবার পরিবেশন করা হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। সুন্দর ও সফল একটি আয়োজন করায় অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে একরাশ আনন্দ নিয়ে সবাই ঘরে ফেরেন।