নিউইয়র্কের জ্যামাইকার অ্যামাজুরা হলে গত ৫ জুলাই রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো নগরবাউল খ্যাত জেমসের কনসার্ট। গোল্ডেন এজ হোমকেয়ার প্রেজেন্টেস এই কনসার্টে প্রিয় এই শিল্পীর গানে মাতোয়ারা হয়ে পড়ে হাজারো দর্শক। তারা জেমসের গানে নেচে গেয়ে উল্লাস প্রকাশ করে।
রাত পৌনে ১০টা নাগাদ মঞ্চে আসেন জেমস। কাঁধে চিরচেনা গিটার। এ যেন চিরচেনা সেই তারুণ্যের প্রতীক, নগরবাউল জেমস। জেমস মঞ্চে উঠতেই দর্শক গ্যালারি মুখর হয়ে ওঠে। ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে। মধ্যরাত পর্যন্ত টানা গান গাইলেন জেমস।
হলের ভেতরে তখন জেমসকে ঘিরে রীতিমত মেতে উঠেছে নিউইয়র্কের বাঙালি সমাজ। এর আগে থেকেই বাইরে আয়োজক প্রতিষ্ঠান ঘোষণা করেছে টিকেট ‘সোল্ড আউট’। কিন্তু টিকিটের জন্য বাইরে লাইনে দাঁড়ানো শ’খানেক মানুষ।
কনসার্টে আসা তরুণ আজিম মাহমুদ প্রিন্স বলেন, জেমসের কোনো কনসার্ট আমি মিস করি না। এই কনসার্টে এসে আমি অভিভূত। বন্ধুবান্ধব সবাই মিলে নেচেগেয়ে আনন্দ করেছি। তিনি আমার প্রিয় কয়েকটি গান গেয়েছেন।
রিচি সোলায়মান ও নওশীন মৌ-এর সঞ্চালনায় কনসার্টের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, প্রেমা, অনিক রাজ ও রিয়া রহমান।
অনুষ্ঠানেৎ শুভেচ্ছা বক্তব্য দেন গোল্ডেন এজ হোমকেয়ারের প্রেসিডেন্ট এবং আজকাল সম্পাদক শাহনেওয়াজ এবং মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান।
তুমুল চাহিদার কারণে জেমসের আরো একটি কনসার্ট আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।