Thikana News
২৯ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

স্বামীর প্রেম অন্য নারীর সঙ্গে, বিপাকে টলিউড অভিনেত্রী রিয়া

স্বামীর প্রেম অন্য নারীর সঙ্গে, বিপাকে টলিউড অভিনেত্রী রিয়া ছবি : সংগৃহীত
টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন যেন ক্রমেই রূপ নিচ্ছে এক নাটকীয় ট্র্যাজেডিতে। একসময় যার ক্যারিয়ার গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী, বলিউডে পা রাখার সাফল্যে আনন্দিত ছিলেন ভক্তরা আজ সেই অভিনেত্রীই শিরোনামে, স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে, আইনি লড়াইয়ের পথে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, রিয়া গঙ্গোপাধ্যায়ের দাবি স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে একসময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জুনিয়র আর্টিস্ট রুমেলি গঙ্গোপাধ্যায়ের। এমনকি, গত বছরই রিয়া জানিয়েছিলেন, মালদায় লিভ-ইন সম্পর্কে ছিলেন অরিন্দম ও রুমেলি। এখন পরিস্থিতি আরও ভয়াবহ। রিয়ার অভিযোগ, তার অনুপস্থিতিতে স্বামীর সঙ্গে দেখা করে রুমেলি। এখন অরিন্দম ও রুমালি দুজন একসঙ্গে বসবাস করছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক লাইভে এসে রিয়া আরও বিস্ফোরক অভিযোগ এনে বলেন, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় তার বৃদ্ধ বাবা-মাকে হুমকি দেয়া হচ্ছে। এমনকি, তাদের বাড়ির দরজা ভেঙে দেওয়ার হুমকিও নাকি দিয়েছেন অরিন্দম নিজে। অরিন্দমের পক্ষ থেকে পাল্টা অভিযোগও এসেছে। তিনি দাবি করেছেন, রিয়া তার ফোন চুরি করেছেন। যদিও রিয়া সে অভিযোগ স্বীকার করে জানান, ওই ফোনে রয়েছে বহু গোপন তথ্য, যা পরকীয়া সম্পর্কের প্রমাণস্বরূপ কাজ করতে পারে।

আইনি বিচ্ছেদ এখনও না হওয়ায় অরিন্দমকে এখনো স্বামী বলেই সম্বোধন করছেন রিয়া। তার বক্তব্য, বহুবার সংসার বাঁচানোর চেষ্টা করেছেন, এমনকি স্বামীর পায়ে পড়ে অনুরোধও করেছেন, কিন্তু কিছুতেই কাজ হয়নি। লাইভে রিয়া আরও বলেন, কখনো ভাবিনি, জীবনে এমন সিদ্ধান্ত নিতে হবে। এটা আমার কাছে এক গভীর দুঃস্বপ্ন। তবে আমি আইন ও ঈশ্বরে আস্থা রাখি। সঠিক সময়েই সব প্রমাণ তুলে ধরব।

রুমেলিকে লক্ষ্য করে রিয়া বলেন, তোমাকে আমি কখনও প্রতিযোগী মনে করিনি। কারণ তুমি নখের যোগ্যও নও। তুমি শুধু সম্পত্তি আর মোটা মাইনের লোভেই এই সম্পর্কে এসেছ। রিয়া আরও বলেন, পরকীয়া সম্পর্ক টিকে না, তোমারটাও টিকবে না।

সবশেষে, রুমেলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিনেত্রী বলেন, আজও আইন নারীর পক্ষেই। দুইজনেই নারী, তবে ন্যায় ও সত্যের জোরে বিচার আমার পক্ষেই আসবে। রিয়া গঙ্গোপাধ্যায়ের এই লাইভ ও অভিযোগ এখন টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোড়ন তুলেছে। ভক্তরা ও সহকর্মীরা অনেকেই প্রকাশ্যে সমর্থন জানাচ্ছেন তাকে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স