Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

অ্যাভেঞ্জার্সের দুই সিনেমায় রবার্ট, ভাঙবেন পারিশ্রমিকের রেকর্ড

অ্যাভেঞ্জার্সের দুই সিনেমায় রবার্ট, ভাঙবেন পারিশ্রমিকের রেকর্ড ছবি : সংগৃহীত
মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের আইকনিক চরিত্র ‘টনি স্টার্ক’ বা ‘আয়রন ম্যান’ হিসেবে খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র ফের আলোচনায়। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে বিশাল অবদান রাখা এই হিরো এখন গড়তে যাচ্ছেন ইতিহাস!

খবর এসেছে, এবার নতুন দুই মার্ভেল সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এ দেখা যাবে তাকে নতুন ভূমিকায়। সেখানে রবার্টের আবর্তন ঘটবে ‘ডক্টর ডুম’ চরিত্রে। আর এসব প্রকাশ্যে আসতেই আলোচনায় রবার্ট ডাউনি জুনিয়রের পারিশ্রমিকের অংক।

বলা হচ্ছে, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সঙ্গে রবার্টের সর্বকালের অন্যতম বড় পারিশ্রমিক চুক্তি হলো। ভ্যারাইটি-এর প্রতিবেদনে জানা গেছে, এই দুই সিনেমার জন্য এই অভিনেতার চুক্তির মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি; যা বাংলাদেশি টাকায় ১২০০ কোটি টাকার কাছাকাছি।

ধারণা করা হচ্ছে, প্রতি ছবির জন্য তার বেসিক পারিশ্রমিক প্রায় ৫০ মিলিয়ন ডলার। এর বাইরে রয়েছে বক্স অফিস বোনাস, ব্যাকএন্ড পার্টিসিপেশন, ব্যক্তিগত জেট ভ্রমণ, আলাদা ট্রেলার এবং শুটিং চলাকালীন নিরাপত্তা সাপোর্টসহ নানা প্রযোজনাগত সুবিধা।

এর আগে রবার্ট ডাউনি জুনিয়র তার শেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এর জন্য প্রায় ৭৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছিলেন, যার সঙ্গে ছিল ব্যাকএন্ড বোনাস।

এদিকে, ‘ডুমসডে’ এবং ‘সিক্রেট ওয়ার্স’ পরিচালনা করবেন পরিচালক জো ও অ্যান্থনি রুসো, যারা এই দুই সিনেমার জন্য প্রায় ৮০ মিলিয়ন ডলার পারিশ্রমিক পাচ্ছেন বলেও জানা গেছে। 

মার্ভেলের এই নতুন সিনেমা ফেজ সিক্সের অংশ, যা মার্ভেলের মাল্টিভার্স কাহিনীকে নতুনভাবে সাজাতে যাচ্ছে। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ মুক্তি পাবে ১৮ ডিসেম্বর ২০২৬, এবং ‘সিক্রেট ওয়ার্স’ মুক্তির তারিখ ধরা হয়েছে ২০২৭ সালে। যদিও মার্ভেল স্টুডিওস এখনও অফিসিয়ালি এই সিনেমাগুলোর প্লট বা কাস্টিংয়ের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সূত্র : দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স