Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

রক্তের কালি দিয়ে লেখা

রক্তের কালি দিয়ে লেখা
আবু সাঈদের মৃত্যুর পর
ঢাকার দেয়ালগুলো কথা বলতে শুরু করেছিল।
শাহবাগের গেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া,
সবকিছুর গায়ে ছিল একটিই লেখা-
‘আমরা সবাই সাঈদ’।

তার নাম হয়ে উঠেছিল
একটি খোলা খাতা,
যার প্রতিটি পাতায়
রক্তের কালি দিয়ে লেখা হয়েছিল :
‘বৈষম্য মানি না।’

একজন ছাত্রী বলেছিল-
‘আমার ভাইয়ের মৃত্যু মানে
আমার বুকের ভেতর রাষ্ট্রের গুলি লেগেছে।’
তখনই বুঝেছিলাম-
এই দেশ এখন আর গঠনমূলক আলোচনার মাঠ নয়,
এখন এখানে শুধু
রক্ত, কান্না, প্রতিবাদ আর অজস্র ব্যানার।
 

কমেন্ট বক্স