কবিতা শুধু কবিতা নয়, নয় রূপকথা
নয় কোনো অলৌকিকতা,
কবিতা মানে যে প্রতিটা জীবনের কথা
যেখানে থাকবে কষ্ট, বেদনা ব্যথা।
কবিতা মানে দেশ, মানুষ, মাটি, প্রকৃতির কথা,
যেখানে থাকবে বিস্তীর্ণ ফসলের মাঠ,
আর বৃক্ষ, তৃণভোজ, লতাপাতা, সবুজের অরণ্য
নানান ফুল, ফল, পাখপাখালির গুঞ্জন
বাঁকা নদের ঘাট, বিশাল বিস্তীর্ণ নীল আকাশ মেঘের ভেলা তারক অঞ্জলীর খেলা
আর চাঁদ সুরুজের হাট
থাকবে সাগর, নদী, পাহাড়, পর্বত, উপত্যকা।
কবিতা মানে সমাজের কথা
কবিতা মানেই হলো প্রতিটা জীবনের বাস্তবতা।
কবিতা মানে হলো জীবনের কথা।
যেখানে আছে সুখ-দুঃখ, হাসি-কান্না, বিরহগাথা।
কবিতা মানে সুন্দর চরিত্র গঠন,
শাব্দিক বচন, নৈপুণ্যতার রচন, মুগ্ধতার পঠন।
কবিতা মানে মানবের মৌলিক অধিকার
অন্যায়, জুলুমবাজির বিরুদ্ধে অকুণ্ঠ রুদ্র হুংকার
চির উৎপাটন করা অবিচার
বন্ধ করা দুস্থ নিপীড়িত মজলুমের হাহাকার।
কবি কবিতায় যে দ্রোহী দ্রোহিতা
যাÑআনে মানবসমাজের পবিত্রতা আর শুদ্ধতা
যেখানে থাকে ভরা অমিয় শান্তির বিশুদ্ধতা,
কবিতা মানে নয় শুধু প্রেম, ভালোবাসা বিরহ ব্যথা
কবিতা মানে হলো অমৃতের ছন্দে গন্ধে ভরা
তাল, লয়, মাত্রার সুর মোহনায় গাঁথা।