Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

সমাজের গল্প

সমাজের গল্প





 
তুহীন বিশ্বাস

বিশ্বাস লিখে যায় সভ্যতার ছল
তা থেকে খুঁজে নাও সততার বল।
সমাজে যত্ত সব উল্টো কাজ আছে
কলমটা অবিরাম ছুটে তার পাছে।

তুহীন জেনে গেছে অনিষ্টের কারণ
কাব্যে শুনবে না অন্য কারো বারণ।
শেকলটাতে নেই ভয় জীবনটা স্বল্প
কলমটা লিখে যাবে সমাজের গল্প।

এসো তবে সবে মিলে সৎপথে চলি
সহস্র বিপদ মাঝেও সত্যি কথা বলি।

কমেন্ট বক্স