নাদিরা বেগম
হৃদয়ের রক্তনালির শতভাগ অংশ
দুঃখ জমে জমে হয়ে গেছে একটি পাথরখণ্ড
জীবনের দুঃখের পৃষ্ঠার পাতা ওল্টাতে গেলে
ব্যথার তীব্রতা যায় বেড়ে।
চোখের নেত্রনালিগুলো দাবড়ে বেড়ায় সুযোগ পেয়ে
তৈরি করে চোখের জলের এক স্রোতস্বিনী নদী
জলতরঙ্গে ঢেউগুলো আছড়ে পড়ে বুকের মাঝে
প্লাবিত করে হৃদয়ের রাজপথ অলিগলি।
হৃদয়পোড়া রোদ্দুর হাতছানি দেয়
নতুন করে সুখের স্বপ্ন দেখায়
হৃদয়ের দোলাচলে ভ্রমরা সুখের পরশের
গুনগুনিয়ে গান গায়
দুঃখের নীল সমুদ্রে ডুবে যাওয়া হৃদয় নামক
একখণ্ড পাথরের আজ আর ফিরবার পথ নাই।




