এখনকার অভিনেত্রীদের মধ্যে কেউ কি আছেন যার মধ্যে কাজল নিজের ছায়া খুঁজে পান? উত্তরে হিন্দি সিনেমার এই অভিনেত্রী বলেছেন, ‘এমন কেউই নেই’। কদিন হল মুক্তি পেয়েছে নব্বই দশকের সাড়া তোলা অভিনেত্রী কাজলের ‘মা’ সিনেমাটি। মুক্তি উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে অভিনেত্রী দিয়েছেন বিশেষ সাক্ষাৎকার।
সেখানেই তিনি আজকের প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কথা বলেছেন।
নতুনদের অভিনয় দক্ষতা, নিয়মানুবর্তিতা ও তাদের চিন্তাভাবনা এবং নিজের মত করে পথ তৈরির চেষ্টার প্রশংসা করেছেন তিনি।
পাশাপাশি কাজল স্পষ্ট বলেছেন, হালের অভিনেত্রীদের মধ্যে অনেকের কাজ তার পছন্দ হলেও, নিজের মত কাউকে তিনি দেখেন না।
কাজলের কাছে প্রশ্ন ছিল, এ সময়ের কোন অভিনেত্রীর কাজ নব্বইয়ের কাজলকে ফিরিয়ে আনে।
কাজল বলেন, “কেউ নেই এবং এই উত্তর দিতে পেরে আমি খুশি।”
কাজল বলেছেন আত্মঅহমিকা থেকে এই উত্তর তিনি দেননি।
“এখনকার শিল্পীরা একেবারেই আলাদা এক জগৎ তৈরি করেছেন। তারা কাউকে অনুসরণ করেন বলে মনে হয় না। এবং সেটা করা উচিতও নয়।”
কাজল মনে করেন, সময় বদলে গেছে। এখনকার তারকারা নিজেদের মত করে ভাবছেন। এই মানসিকতাকে স্বাগত জানানো উচিৎ বলে মন্তব্য করেছেন কাজল।
কাজল বলেন, “এখনকার শিল্পীরা নিজের পরিচয় এমনকি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও অনেক বেশি পরিচ্ছন্ন।”
উদীয়মান অভিনেত্রীদের মধ্যে কাজল তার পছন্দের তালিকার এগিয়ে রেখেছে মহেশ ভাট কন্যা আলিয়া ভাটকে।
কাজলের কথায়. “আলিয়া নিজেকে বেশ ভালোভাবে প্রমাণ করেছে। তবে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে, সারা আলী খানও প্রশংসার কাজ করেছে।”
ঠিকানা/এসআর