Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

বিচার যদি

বিচার যদি
বিচার যদি থাকত ভাবি দেশে,
চোর কি তবে থাকত বীরের বেশে?
নাকের ডগায় ঘুরত ডাকাত এসে?
ভাবলে এসব কষ্ট দাঁড়ায় ঘেঁষে!

দলবাজির ওই চলত এমন খেলা?
লুটতরাজের বসত নাকি মেলা?
পাছায় যদি পড়ত তাদের ঠেলা,
সৎ লোকেদের থাকত তখন বেলা।

বিচার যদি মানত নিজের ধারা,
অসৎ লোকের মিলত তাতে কারা।
আমজনতার ঘাড়ে মরণ খাড়া,
আসত নাকি, জবাব দেবে কারা?

বিচারধারার থাকত যদি গতি,
দেশের এমন হতো কী ভাই ক্ষতি?
চোরের কাছে মানতে হতো নতি?
শান্তি সুখে থাকত মানুষ অতি।

বিচার যদি পক্ষপাতে দুষে,
দুষ্ট তখন সমাজকে নেয় শুষে।
অশান্তিতে সবাই ওঠে ফুঁসে,
রয় না মানুষ প্রকৃত জ্ঞান হুঁশে।
 

কমেন্ট বক্স