Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে

ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে ভিডিও থেকে নেওয়া এই ছবিতে দক্ষিণ ইসরায়েলের শহর বিয়ার শেভাতে ইরানের হামলার মুহূর্ত দেখা যাচ্ছে
ইরান থেকে আবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই অভিযোগ করেছেন। একইসঙ্গে ইরান যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। আজ ২৪ জুন (মঙ্গলবার) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েল অভিযোগ করেছে যে ইরান যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন “যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে এবং তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইরানি সরকারঘনিষ্ঠ লক্ষ্যে তীব্র হামলা চালাতে”।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা কতগুলো ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তারা বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা “হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে”। সবাইকে আশ্রয়কেন্দ্রে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে বলেছে তারা।

তবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিবরণ এখনও স্পষ্ট নয়, এছাড়া ইরানও আক্রমণের বিষয়টি নিশ্চিত করেনি। ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার পর এসব ক্ষেপণাস্ত্র এসেছে বলে দাবি করা হচ্ছে।

এই বিবৃতি এমন এক সময় এলো, যখন যুদ্ধবিরতির বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় ও উত্তেজনা বিরাজ করছে।

তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনও হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, “ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে”। অর্থাৎ, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্তসাপেক্ষে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স