Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর ছবি সংগৃহীত
মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে দেশটি।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।

ওই স্ট্যাটাসে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়ার সরকার বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোয় একটি নোটিফিকেশন জারি করা হয়েছে বলেও জানানো হয়।

একই তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আসিফ নজরুল তার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনেরা যারা আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে। আপনারা ইতোমধ্যে হয়ত সুখবরটি পেয়ে গেছেন। সেটা হচ্ছে - এখন থেকে মালয়েশিয়ান সরকার সে দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে। ইনশা আল্লাহ ভবিষ্যতে আমরা আরও কিছু সুখবর পাব। আমাদের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ায় অবস্থান করছে। সামনের মাসে বড় একটি সফর হওয়ার কথা রয়েছে সেখানে। আমরা তখন আরও সুখবর আপনাদের দিতে পারব।

ঠিকানা/এএস

কমেন্ট বক্স