ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে।  ১৩ জুন (শুক্রবার) হিব্রু সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে। খবর এএফপির।
শুক্রবার ভোর থেকে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের আশপাশে ও অন্যান্য শহরে ধারাবাহিক সামরিক হামলা শুরু করে। এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী তীব্র প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই নেতানিয়াহুর দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর এলো।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদন অনুসারে, চ্যানেল-১২ নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে, দু'টি যুদ্ধবিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। পরে আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং ইসলামিক রেভ্যূলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরনা আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয় জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে।
ঠিকানা/এসআর
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা অনলাইন
 ঠিকানা অনলাইন  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
