যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাসে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় ১২ জুন (বৃহস্পতিবার) সকালে সান আন্তোনিও শহরে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে সড়কপথে দ্রুত পানি জমে যায়, যার ফলে বহু যানবাহন ভেসে গিয়ে পাশের খালে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সম্প্রচারমাধ্যম কেইএনএস৫।
সান আন্তোনিও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তারা অন্তত আরও চারজন নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
স্থানীয় সময় ১৩ জুন (শুক্রবার) বিকাল নাগাদ শহর কর্তৃপক্ষ জানায়, মৃতের সংখ্যা বেড়ে ১০-এ পৌঁছেছে।
সান আন্তোনিওর মেয়র রন নিরেনবার্গ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, “এই সপ্তাহের আকস্মিক বন্যায় যেসব প্রাণহানি ঘটেছে, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এখনও যেসব পরিবার নিখোঁজ স্বজনদের খুঁজছেন, তারাও আমাদের প্রার্থনায় রয়েছেন।”
তিনি আরও বলেন, “আমি আমাদের প্রথম সাড়া-প্রদানকারী কর্মীদের এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই, যাঁরা উদ্ধার তৎপরতায় অক্লান্ত পরিশ্রম করছেন।”
শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০টিরও বেশি পানি থেকে উদ্ধার কার্যক্রম ও ১৬টি উচ্চ-পানির ঝুঁকিপূর্ণ এলাকায় তদারকি চালানো হয়েছে।
ঠিকানা/এসআর