সুবাসিত বাগিচায় ভোমর পিয়াসী
মোহিত ফুলকলির মধুময় হাসি।
আকাশেও বাঁকা চাঁদ ঝলমল ক্ষণে
সবুজ বৃক্ষ পাতায় কুহেলিকা বনে।
জোনাকিরা মিটমিট অন্ধকারে জ্বলে
জংলায় শেয়ালের ডাক রাত হলে।
ঊষার আকাশজুড়ে শুভ্র নীলিমায়
সকালে পাখির গানে পুলক জাগায়।
বিদ্যাপীঠের হলিডে রাত জেগে ফান
বুলবুলি টুনটুনি শালিকার গান।
মল্লিকা চন্দ্রিকা জুঁই-হারায়েছে নিদ
হৃদয়ে পরশ দুলে শুভাকালে ঈদ।
 
                           
                           
                            
                       
     
  
 

 নজরুল ইসলাম আসলমী
 নজরুল ইসলাম আসলমী   
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
