Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান

নারী পরিচালিত রেডিও স্টেশন বন্ধ করলো তালেবান ছবি : সংগৃহীত
রমজান মাসে গান চালানোয় আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশনটি বন্ধ করে দিল তালেবান শাসক। এ প্রসঙ্গে বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগ জানায়, রেডিও স্টেশনটি ইসলামিক এমিরেটসের নিয়মকানুন ভেঙেছে। অন্যদিকে রেডিও স্টেশনটির পক্ষে দাবি করা হচ্ছে, তালেবান তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। 

১০ বছর আগে আফগানিস্তানে পথচলা শুরু করেছিল সদাই বনোয়ান নামের রেডিওটি। যার অর্থ নারীদের কণ্ঠ। সদাই বনোয়ান আফগানিস্তানের নারী পরিচালিত একমাত্র রেডিও স্টেশন। সেখানকার আটজন কর্মীর মধ্যে ছয়জনই নারী। গত ৩০ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা রেডিও স্টেশনে এসে এটি বন্ধ করে দেন। তবেস্টেশন কর্মীরা ভাইস এবং ভার্চু দপ্তরের সাথে যোগাযোগ করেছেন তবে সেখানকার কর্মকর্তারা বলেছেন, তাদের কাছে স্টেশনটি বন্ধের বিষয়ে আর কোনও অতিরিক্ত তথ্য নেই। এর আগে, আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষার পথ বন্ধ করতে ফতোয়া জারি করে তালেবান।


ঠিকানা/এম

কমেন্ট বক্স