কে কবে ভেবেছে নায়াগ্রায় জলের
            বিরতিহীন পতনের অকুন্ঠ উৎস নিয়ে?
ঝড়াঘাতে গাছ পড়ে গেলে উপড়ে যায় শিকড়-
            মনে মনে আউড়াই নিউটনের আপেল-তত্ত্ব।
                 মানুষ নিজের ভেতরে চাষ করে আগুনের বীজ
                 বুক পকেটে গুজে রাখে দিয়াশলাই বাক্স
পতনের গন্তব্যে যাওয়ার পথে নিজেই তুলে নেয় ব্যারিকেড।
          পতন শব্দটি কবে কার প্রিয় ছিল?
সত্যিই মানুষ জানেনা তার পতনের উৎস।
পঞ্চতন্ত্রের কোনো তন্ত্রে কি আছে পতনের সংজ্ঞা?
তারপরও পঞ্চায়ুধ পারে না রুখতে ঝড়ের আলিঙ্গন।
       পড়ে যাওয়া মানেই পতন নয়, পাতারাও ঝরে পড়ে হেমন্তে।
কোনো কোনো পতন নিবন্ধিত এবং নিশ্চিত।
সাবেক অন্ধকার ছররা গুলির মত বিদ্ধ হলে
           শরীরের অনাবিল ভাঁজে
                  হয়ত সেটাই পতনের পূর্বাভাস
সেই পূর্বাভাসকে কে কবে গ্রাহ্য করেছে?
মানুষকে হত্যা করে রক্ত কি লুকানো যায়?
ধূসর ছায়াই বলে দেবে লাল রক্তের ঠিকানা।
পতনের সাথে আপেল তত্ত্ব নয়, সম্পর্ক রক্ত ধারার।
মানুষ জাগলে পতন উঠে আসে সুনামি হয়ে সেই উৎস থেকেÑ
                   যেখানে শোনা যায়  সমুদ্রের
                              অফেরতযোগ্য সফেন দীর্ঘশ্বাস।
 
                           
                           
                            
                       
     
  
 


 মনিজা রহমান
 মনিজা রহমান  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
