খুব ইচ্ছে করে
এই ঝলমলে শহর ছেড়ে
একেবারে গাঁও-গেরামে চলে যাই।
জেএফকে থেকে
হাওয়াই জাহাজ চড়ে
সোজা চলে যাই
কুমিল্লা শহর থেকে দূরে
নিভৃত পল্লি সংকুচাইলে।
যেখানে গাছগাছালির নিবিড় ছায়ায়
পরম মায়ায়, ঘুমিয়ে আছেন
আমার পিতামহ, প্রপিতামহ
আমার অন্তরাত্মা
আমার মা-জননী।
খুব ইচ্ছে করে
শ্যানেলের সুবাস ছুড়ে ফেলে
গায়ে মাখি, শিশিরসিক্ত শিউলির ঘ্রাণ।
ঝরা শেফালির আকুল আহ্বানে
বেরিয়ে পড়ি, শারদপ্রাতে।
মাইকেলকোরের ব্যাগ রেখে
কাঁধে ঝোলা ঝুলিয়ে
ফেরি করি কবিতার
গ্রামে গ্রামে ঘুরে।
আমার ইচ্ছেগুলো
শুধু ইচ্ছেই রয়ে যায়।
পাথরের এই শহর ছেড়ে
শ্যামলিমার বিজন পল্লিতে,
সোনালি খড়ের গৃহে
যাওয়া হয় নাকো আর।



ছন্দা বিনতে সুলতান


