Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


নতুন আলমগীর

(জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত)
নতুন আলমগীর



 
বাংলাদেশের কবি তিনি
সাহিত্যে দেন সুর
সংস্কারের এক শব্দঝড়ে
আঁধার করেন দূর।

সাম্যবাদের অগ্নিখোঁচায়
শোষক হলো ছাই,
ঈশান কোণে রবির হাসি
বন্দনা যে গাই।

দ্রোহের চিতায় পুড়ে খাঁটি
বীরকেশরি জন,
ভয়কে তারা জয় করেই
লড়ে জীবনপণ।

হতাশা যাক মাতম করে
যে হারাল খেই,
ডাকে বুলবুল কুসুম জবা
ভোরে ফোটে যেই।

শিকল ভাঙার অনল জ্বলে
ধৈর্য পাঠে বীর,
নতুন দিনের স্বপ্নেই জাগে
 

কমেন্ট বক্স