মনের সুখে শিয়াল মামা
গান ধরেছে সা-রে-গা-মা!
দরাজ গলা খুলে,
গাছের ডালে বনের পাখি
কিচিরমিচির উঠছে ডাকি
চাইছে নজর তুলে।
শিয়াল মামা গুহায় বসে
মজে গেল খেয়াল রসে!
নেই পেটে আজ ক্ষুধা,
আশপাশের নানা পাখি
গাইতেছে বেশ থাকি থাকি
ঢালছে কানে সুধা।
সবুজ পাতা গাছের ফাঁকে
সুয্যিমামা রৌদ্র আঁকে!
ঝিলমিলি রং ঢেলে,
শনশনিয়ে বইছে বাতাস
হাসছে দূরে সুনীল আকাশ
বিপুল পাখা মেলে।
হাঁটছি একা বিজন বনে
ভাবনা যত উদাস মনে
ভিড় করেছে এসে,
গুনগুনিয়ে ভ্রমর দলে
যে যার মতো যাচ্ছে চলে
ভাসছি সুরের দেশে।
 
                           
                           
                            
                       
     
  
 

 সুজন দাশ
 সুজন দাশ  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
