চারিদিকে সবুজে সবুজে গেছে ভরে,
রূপ-সৌন্দর্য যেন আর না ধরে।
মৃদু মৃদু বহিছে দখিনা বাতাস,
মেঘমুক্ত দূর নিলিম আকাশ।
আশপাশে কপোত-কপোতীর বিচরণ,
বিমুগ্ধ নয়নে হেরিছি উজাড় করি মন।
রবির কিরণ করিছে কেমন ঝলমল,
কিছু আগে করেছিল বরষার জলে টলমল।
সজীব দেখেছি তাই ঘাসের চাদর,
প্রকৃতি দেবীর হয়েছে মিলন বাসর।
ওরে আর পরে কত পাখির ঝাঁক,
বড় মধুর লাগে ঘুঘু পাখির ডাক।
হে পৃথিবী তুমি কত না সুন্দর,
সহজে জয় করো তাই মানুষের অন্তর।
দিকে দিকে আনন্দ হাসি আর গান,
সবুজের বুকজুড়ে দেখেছি নবীন প্রাণ।
দিগন্তজুড়ে আলো আর মৃদু হাওয়া,
নবীন প্রাণের আজ সেই গান গাওয়া।
 
                           
                           
                            
                       
     
  
 

 সুধাংশু কুমার মন্ডল
 সুধাংশু কুমার মন্ডল  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
