সন্দেহভাজন বন্দুকধারী এক ফিলিস্তিনিকে খুঁজতে পুরো এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।
অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন একজন ফিলিস্তিনি বন্দুকধারী দুই ইসরায়েলিকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়, নিহত দুই ব্যক্তি বাবা ও ছেলে। ফিলিস্তিনিদের গ্রাম হুয়ারাতে একটি কার ওয়াশ এ গাড়ি ধোয়ার সময় বাবা-ছেলেকে খুব কাছ থেকে গুলি করা হয়।
সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজে ইসরায়েলের সেনাবাহিনী পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। সড়কে গাড়ি থামিয়েও তল্লাশি চালানো হচ্ছে।
প্রায় ১৫ মাস ধরে অধিকৃত পশ্চিম তীরে সংঘাতের তীব্রতা বেড়ে গেছে। সন্ত্রাস দমনের নামে ইসরায়েলের সেনাবাহিনীর একের পর এক অভিযান এবং ফিলিস্তিনিদের সড়কে হামলা চালানোর ঘটনা সেখানে সংঘাতকে উসকানি দিচ্ছে।
১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম তীরের দখল নেয় ইসরায়েল। তারপর থেকে দেশটি সেখানে একের পর এক বসতি নির্মাণ করে যাচ্ছে। বিশ্বের বেশিরভাগ দেশ এই বসতি নির্মাণকে অবৈধ বলে বিবেচনা করলেও তাতে কর্ণপাত করছে না ইসরায়েল। তাদের থামাতে আন্তর্জাতিক মহল থেকেও যথাযথ চাপ প্রয়োগ দেখা যাচ্ছে না।
পশ্চিম তীরের অর্ধেকের বেশি অংশের পূর্ণ নিয়ন্ত্রণ ইসরায়েলি সেনাবাহিনীর হাতে। বাকি অংশে ফিলিস্তিনিরা নিজেদের প্রয়োগ করা কিছু আইন-কানুন মেনে চললেও তারা আসলে একপ্রকার বিচ্ছিন্ন জীবনযাপন করে।
ঠিকানা/এসআর