আজ যাচ্ছি চলে,
বিকেলের রোদ হয়ে
যদি আসি ফিরে
একটু উত্তাপ নিও।
কবিতার বই খুলে
পরে নিও প্রিয় কবিতা।
বিকেলের রোদে যদি
আসি ফিরে
গরম চায়ের কাপে
চুমুক দিও আমায় মনে করে।
তোমাকে দেখব বলে
যাচ্ছি চলে, ফিরে আসার
তাগিদ নিয়ে,
জেনে নিও কেউ একজন
ফিরে আসবে,
রোদ হয়ে তোমার চুল শুকাবে
দুপুর বেলায় ॥