Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

নজরুল

নজরুল
‘দারিদ্র‍্য’ তাঁকে বানান মহান
পান ‘খ্রিষ্টের সম্মান’
তাঁর কবিতায় সবাই সমান
হিন্দু-মুসলমান!

শব্দে ভাঙেন লৌহ শিকল
ভাঙেন পাষাণ বেদি-
‘ভূলোক-দ্যুলোক-গোলক ভেদিয়া’
ওঠেন-
খোদার... আরশ ছেদি!

কবি হয়েও যুদ্ধে লড়েন
সৈনিকে নাম লেখান
শাসন-শোষণ, বঞ্চনাতে
মুক্তির পথ দেখান!

খুকির সাথে খেলা করেন
‘কাঠবেড়ালি’ রূপে
ইরান-তুরান পার হয়ে যান
শব্দজলে ডুবে!

প্রিয়ার খোঁপায় ফোটান তিনি
হাজার তারার ফুল
চোখ দুটো তাঁর ডাগর ডাগর
ঝাঁকড়া ঝাঁকড়া চুল!

আনেন তিনি ভোরের আলো
‘সকালবেলার পাখি’
তাঁর কবিতায় যায় খুলে যায়
বন্ধ সবার আঁখি!
 

কমেন্ট বক্স