Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫





 

মা দিবস

মা দিবস





 
মা জন্মদাত্রী, জীবনের আলো
জন্মের আগে-পরে তাঁর বন্ধন ভালো।
প্রথমেই দু’চোখ মেলে দেখি মাকে
ভালোবাসা, মায়া ও মমতায় জড়াই তাঁকে।

মায়ের আঁচল প্রশান্তির স্থান
স্নেহে জুড়ায় সকল শিশুর প্রাণ।
মা যে আকাশসম, পবিত্র ডাক
সন্তানের তরে নিদ্রাহীন ত্যাগ।

মা দিবস শুরু ১৯০৮ সালে,
গ্রাফটন শহর, আমেরিকার শান্ত স্থলে।
আনা জার্ভিস, মা অ্যান জার্ভিসের স্মরণে
এক নতুন মাত্রা আনেন এই ভুবনে।

১৯১৪ সালে আনুষ্ঠানিক স্বীকৃতি মেলে
প্রেসিডেন্ট উড্রো উইলসনের আদেশের বলে।
মে মাসের দ্বিতীয় রবিবার
মা দিবস আসে বিশ্বজুড়ে আবার।

মা দিবস শুধু একটি দিন নয়, চেতনার জয়গান
এই ধরায় মায়ের সম্মান রবে চির অম্লান।

কমেন্ট বক্স