Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফিলাডেলফিয়ায় মুনার ৬ষ্ঠ কনভেনশন ১৮-২০ আগস্ট

ফিলাডেলফিয়ায় মুনার ৬ষ্ঠ কনভেনশন ১৮-২০ আগস্ট নিউইয়র্ক : ব্রঙ্কসে মুনার খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কংগ্রেসওম্যান ওকাসিও।
ফিলাডেলফিয়ায় মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার (মুনা) কনভেনশন আগামী ১৮-২০ আগস্ট অনুষ্ঠিত হবে। পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ৩দিনব্যাপী এই সম্মেলনের শ্লোগান হচ্ছে ‘কুরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’। মহাদেশ থেকে ইসলামিক স্কলাররা এবারের কনভেনশনে যোগ দিচ্ছেন। আল-কোরআনের অনুসারে কল্যাণকর জীবন যাপনের বিভিন্ন দিক ও বিভাগের উপর প্যারালাল গ্রোগ্রাম রয়েছে। প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসলমান এবারের কনভেনশনে অংশ নেবেন বলে উদ্যোক্তারা আশা করছেন। এটি হচ্ছে ৬ষ্ঠ কনভেনশন। ইতোমধ্যে সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। 
জানা গেছে, ১৯৯০ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যে কর্পোরেশনভুক্ত মুনা বর্তমানে আমেরিকার ৪০-এর অধিক রাজ্যে কর্মতৎপরতা পরিচালনা করছে। মুসলমানদের প্রাত্যহিক সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড এবং জাতীয় নাগরিক জীবনে ভূমিকা পালনের নিমিত্তে সংগঠিত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে এই সমস্ত ব্যক্তিবর্গ আল্লাহ এবং তাঁর রসূলকে (সা.) অনুসরণের মাধ্যমে মানবতার সেবা করে যেতে পারেন।
কনভেনশনে নানা ইভেন্টের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে- লেকচার সিরিজ, চিল্ড্রেন প্রোগ্রাম, সিস্টারর্স প্রোগ্রাম, চিল্ড্রেন রাইড, কালচারাল প্রোগ্রাম ও ইয়ুথ প্রোগ্রাম। 
জানা গেছে, মুনা কনভেনশনে দূর থেকে আসা ডেলিগেটরা থাকবেন বিভিন্ন হোটেল এবং প্রাইভেট বাসা-বাড়িতে। ইতোমধ্যে স্থানীয় ম্যারিয়েট, শেরাটন, হিলটন, ডাবলট্রিসহ ১২টি উন্নতমানের হোটেল বুকিং হয়ে গেছে বলে জানা গেছে। পার্শ¦বর্তী অঙ্গরাজ্য থেকে আসা ডেলিগেটরা নিজ নিজ ট্রান্সপোর্টেশন ব্যবহার করে প্রতিদিন প্রোগ্রামে যাওয়া-আসা করবেন। ডেলিগেটদের আপ্যায়নের জন্য কয়েকটি রেস্টুরেন্টের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও খাবার নিজ খরচেই খেতে হবে।
কনভেনশনের প্যারালাল বিভিন্ন অনুষ্ঠান প্রচারে মুনার সংশ্লিষ্ট বিভাগের পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে। কনেভনশনে নিউইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ২ ডজনেরও বেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত থাকবেন।
এবারের কনভেনশনের কনভেনর ও সংগঠনের ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী জানিয়েছেন, কনভেনশনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। তবে তিনি ডেলিগেটদের সময়মতো যোগদান করে কনভেনশনকে সুষ্ঠু ও সফল করার আহ্বান জানিয়েছেন।
ব্রঙ্কসে মুনার খাদ্য বিতরণ অনুষ্ঠানে কংগ্রেসওম্যান ওকাসিও : বাংলাদেশি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টারে গত ৪ আগস্ট বাদ জুমা মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকার সহযোগী প্রতিষ্ঠান মুনা সোশ্যাল সার্ভিস খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ। 
তিনি বলেন, আমেরিকান মুসলমানদের জন্য হালাল খাবার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমেরিকায় মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছে। আমেরিকায় এখন মুসলমানদের সংখ্যা প্রায় ৩৫ মিলিয়ন এবং তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী। এই বিশাল জনগোষ্ঠী আমেরিকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের জন্য হালাল খাবার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এজন্য আমি কংগ্রেসে বিল উত্থাপন করবো। 
প্রধান অতিথির বক্তব্যে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ আরো বলেন, মুনা সোস্যাল সার্ভিস আর্তমানতার সেবায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে, যে জন্য তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। 
তিনি বলেন, মুনা ভালো কাজ করছে। তাদের সঙ্গে কাজ করতে পেরে আমিও আনন্দবোধ করছি। 

নিউইয়র্ক : ব্রঙ্কসে মুনার খাবার বিতরণ। 

অনুষ্ঠানে মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী বলেন, করোনার সময় মুনা বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নিয়েছিল। তা এখনো অব্যাহত করছে। নিউইয়র্কের ১৭টি স্পটে এ কর্মসূচি চলছে। আগামী দিনে নিউজার্সি, পেনসিলভানিয়া এবং ডেলওয়ারেও এই কর্মসূচি চালু করা হবে। 
তিনি মুনা সোশ্যাল সার্ভিসকে সহযোগিতার জন্য কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এবং যারা খাদ্য দিচ্ছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে এই মহতী কাজে যুক্তদেরও ধন্যবাদ জানান। 
খাদ্য কর্মকর্তা জেসিকা মুনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চেষ্টা করছি মুনাকে সহযোগিতা করতে। আগামী দিনে মুনার চাহিদা অনুযায়ী খাদ্য সরবরাহ করতে চেষ্টা করবো। তিনি কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিওকেও ধন্যবাদ জানান। 
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ আবু উবায়দা, মুনা সোশ্যাল সার্ভিসের ডিরেক্টর আব্দুল্লাহ আরিফ, মুনা নর্থ-জোনের সভাপতি রাশেদুজ্জামান, শিক্ষাবিদ ড. জাহাঙ্গীর কবীর এবং স্থানীয় নেতৃবৃন্দ। 
খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রায় এক হাজারের বেশি মানুষকে খাদ্য দেয়া হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ দীর্ঘ লাইন ধরে খাদ্য গ্রহণ করেন। কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজও খাদ্য বিতরণ করেন এবং মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

কমেন্ট বক্স