Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ভারত-পাকিস্তান উত্তেজনা থামাতে সাহায্য করতে চান ট্রাম্প

ভারত-পাকিস্তান উত্তেজনা থামাতে সাহায্য করতে চান ট্রাম্প
ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। খবর বিবিসির।
স্থানীয় সময় ৭ মে (বুধবার) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি তাদের (ভারত ও পাকিস্তান) খুব ভালোভাবে জানি। আমি চাই, তারা এই সমস্যার সমাধান করুক। আমি চাই তারা থামুক।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তবে আমি তা করব।’

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ভারতের হামলায় প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, গত রাতে ভারত পাকিস্তানে হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে।’
শাহবাজ শরিফ আরও বলেন, ‘ভারত ভেবেছিল পাকিস্তান পিছিয়ে যাবে, কিন্তু তারা ভুলে গেছে, এটি এমন একটি জাতি যারা তাদের দেশের জন্য লড়াই করতে জানে।’
পাকিস্তানের বিমানবাহিনী তাদের আকাশসীমা রক্ষা করেছে উল্লেখ করে (ভারতীয় বিমান ভূপাতিত করার পাকিস্তানের দাবি, যা দিল্লি এখনও নিশ্চিত করেনি) শাহবাজ শরিফ বলেন, ‘এটি আমাদের পক্ষ থেকে তাদের একটি জবাব।’
ভারতের হামলায় নারী-শিশুসহ ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি সাত বছর বয়সী এক শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনাও তুলে ধরেন। আবেগপূর্ণ কণ্ঠে তিনি বলেন, ‘আপনারা হৃদয় দিয়ে অনুভব করুন, আমি প্রতিজ্ঞা করছি, এই ক্ষতিগ্রস্তদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেওয়া হবে।’

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন শহরে বিনা উসকানিতে ভারতীয় হামলায় কমপক্ষে ৩১ জন নিরীহ বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন। বুধবার ইসলামাবাদে এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানান।
আইএসপিআরের ডিজি বলেন, পাকিস্তানের জনগণ ও ভূখণ্ডের সুরক্ষায় কোনো আপস করা হবে না। আমাদের নাগরিকদের নিরাপত্তা বা আমাদের ভূমির সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস নেই।
যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য পাকিস্তানের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, ‘পাকিস্তান আত্মরক্ষার অধিকার রাখে এবং প্রয়োজনে তা প্রয়োগ করবে।’
জাতি এবং এর সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্যের প্রশংসা করে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, ‘আমাদের বাহিনী জনগণের জন্য গর্বিত এবং জনগণের তাদের সেনাবাহিনীর ওপর অটল বিশ্বাস রয়েছে। শত্রুর বিরুদ্ধে আমরা এক।’
বুধবার ভোরে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরে হামলা চালায় ভারত। পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ আক্রমণকে ‘যুদ্ধের স্পষ্ট পদক্ষেপ’ বলে অভিহিত করেছে ইসলামাবাদ। গত মাসে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে এ হামলা চালায় ভারত।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স