লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ৫ মে (সোমবার) দেশের পথে যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ৫ মে (সোমবার) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান, কিছুক্ষণ আগে বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা দিয়েছেন তিনি। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ও বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।
জানা যায়, বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ ফ্লাইটটি আগামীকাল ৬ মে (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ ও মেডিক্যাল বোর্ডের সদস্যসহ মোট ৯ জন।
বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানানোর সময় বিমানবন্দর সড়কে বিশৃঙ্খলা না করে রাস্তার দুপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।