Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে টানাপোড়েন 

ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে টানাপোড়েন  ছবি : সংগৃহীত
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এর বাইরে নেই দুই দেশের শোবিজ অঙ্গন। 

এরমধ্যে পাকিস্তানি তারকাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। সেই জেরে পাকিস্তানের সব এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় গান। 

সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (পিবিএ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় গান। দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান। কিন্তু এবার তাদের গান থেমে গেল পাকিস্তানের বেতার জগতে। 

এদিকে পাকিস্তানি তারকা অভিনেতাদের নিষিদ্ধ করার পর এবার দেশটির জনপ্রিয় দুই গায়ক আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খানকেও নিষিদ্ধ করল ভারত। আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তাদের অ্যাকাউন্ট ব্লক করার একদিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাত ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হলো।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স