Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

ওয়াটারপ্রুফ টি-ব্যাগ

ওয়াটারপ্রুফ টি-ব্যাগ


মনজুর কাদের

দিনরাত গবেষণা
করে আবু মোল্লায়
সময় আর টাকাকড়ি
কেন যাবে গোল্লায়

আবু ভাবে রাতদিন
অবিরত সাতদিন
দেশবাসী জোট বেঁধে
সমাধানে হাত দিন

মোমবাতি হারিক্যান
এত বেশি ভারী ক্যান
শুরু হলে গবেষণা
সবটাই হবে শোনা

লাকড়ির চুলাতে
দুই হাত বুলাতে
চোখে আসে পানিরে
কারণটা জানিরে

থিসিসের আকারে
ওরে মামা কাকারে
সবকিছু জানাব
জোর করে মানাব

আর কার হবে শখ
কে কে হবে গবেষক
কাজে নামো বাদ দিয়ে
অযথাই বকবক
বিদ্যুৎ পানি নেই
পকেটেতে মানি নেই
জষ্ঠী কি ফাগুনেই
হাট পোড়ে আগুনেই

গোলাপ আর বেলিতে
নাই কোনো গন্ধ
অবিরাম যানজটে
রাজধানী বন্ধ

একবার বের হতে
চায় যদি মনটা
মিরপুর-প্রেসক্লাব
সাড়ে তিন ঘণ্টা

শিক্ষানীতি নারী নীতি
সাংসদদের গাড়ি নীতি
তেল গ্যাস রক্ষা নীতি
ডায়রিয়া ও যক্ষ্মা নীতি

এক্কা এবং দোক্কা নীতি
ডেঙ্গু জ্বরে অক্কা নীতি
গঙ্গা শীতলক্ষ্যা নীতি
ভারত এবং মক্কা নীতি

তোমরা কি ভুলে গেছ
সাগর আর রুনিকে
কখনো কি জানা যাবে
দুজনের খুনি কে

দুর্জন নিরাপদে
চলে ফেরে কি সুখে
সাংসদ অনায়াসে
গুলি করে শিশুকে

তনুদের কারা মারে
নেই কোনো পাত্তা
শান্তিতে নেই আজ
বোনেদের আত্মা

মিতুদের তাক করে
কেন করে গুলি সে
বাবুলের মতো লোক
কেন ঢোকে পুলিশে

চাঁদাবাজি মাস্তানি
সারা দেশে কী আপদ
গর্ভের শিশুও তো
থাকছে না নিরাপদ

বিনা দোষে জেলে পচে
দারোয়ান মালিরা
ফিরে আর আসবে কি
ইলিয়াস আলীরা




মাদ্রাসা মক্তবে
মোল্লার উৎসব
ধর্ষণ অনাচার
আর যা যা খুঁত সব

মিডিয়ার কল্যাণে
কিছু নেই অজানা
ওখানের কাজ আর
ঈশ্বর ভজা না

ধর্মের নামে চলে
কী আজাব কী শুরা
রোজ হয় ধর্ষিত
কচি কচি শিশুরা

চোখ কান খোলা রেখে
কী করে যে দেব সায়
গরিবের ধন কাড়া
পিরালির ব্যবসায়

কোথা থেকে আয় করে
ছেলেপুলে বিবি খায়
ভুঁড়ি ঘেডি তাজা রাখে
অজ্ঞাত জীবিকায়

কেউ নেই নিরাপদ
কার ধার কে ধারে
সারা দেশ ছেয়ে গেছে
ডাকাত আর ক্যাডারে

দুর্নীতি ছড়িয়েছে
তৃণমূল শিকড়ে
সুশাসন ছাড়া বলো
দেশ বাঁচে কী করে

এইসব ভেবে ভেবে
গবেষক আবু ভাই
সমাধান খুঁজে খুঁজে
আগাগোড়া কাবু ভাই

সমস্যা সমাধানে
কাঁড়ি কাঁড়ি টাকা চাই
রাজকোষে এ লক্ষ্যে
বরাদ্দ থাকা চাই

রাষ্ট্রীয় টাকা এল
মামা এল কাকা এল
আবু করে গবেষণা
ফল হবে কবে শোনা

সাজ সাজ পড়ে রব
উদগ্রীব আছে সব
গলি থেকে রাজপথে
পড়ে গেছে কলরব

গবেষণা করা ভাই
এতটুকু দোষও না
আজ হবে সমারোহে
ফলাফল ঘোষণা

রাষ্ট্রীয় পদকেও
হয়ে গেলি ভূষিত
কিরে আবু গবেষক
এইবার খুশি তো??

যে সে লোক নন আবু
অতি বিদ্বানতো
আগে করে থিসিসের
অনুসিদ্ধান্ত

জনতার আগ্রহে
এত বাড়াবাড়ি ক্যান
থিসিসের ফল হলো
‘আলো ছাড়া হারিক্যান’

বুক টান করে আবু
গর্বের সে কী বেগ
জানা গেল ফলাফল
‘ও.য়া.টা.র প্রু.ফ টি-ব্যাগ’

কমেন্ট বক্স