Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


ইচ্ছে করে চাঁদটা ধরে

ইচ্ছে করে চাঁদটা ধরে



 
ইচ্ছে করে চাঁদের দিকে    
বাড়িয়ে দিতে হাতটা
আকাশেতে যখন ওঠে
পূর্ণিমার ওই চাঁদটা

ইচ্ছে করে দেখতে ছুঁয়ে
ঝলসানো ওই চাঁদ
চাঁদনি রাতে চাঁদের সাথে
কাটাই সারা রাত

ইচ্ছে করে দু’হাত ভরে
জোছনা গায়ে মাখি
উছলে পড়া চাঁদের আলোয়
সাঁতার কাটতে থাকি

ইচ্ছে করে চাঁদটা ধরে
আটকে রাখি ঘরে
নিরেট আঁধার ঘরটা আমার
যেন আলোয় ভরে।
 

কমেন্ট বক্স