Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

ফুলবাহারে শরৎ রানি

ফুলবাহারে শরৎ রানি


ফুটল কেয়া ফুটল রাধা হাসল টগর মন খুলে
নদীর কূলে হাওয়ায় দুলে নাচ দেখাল কাশফুলে।
ছাতিম, কেয়া, দোলন এসে বকুল দিয়ে গাঁথল মালা,
মুচকি হেসে নয়নতারা কলমিফুলে সাজল বালা।

খালে-বিলে পুকুর জলে তারার মতো শাপলা ফোটে
জুই, কামিনী, ঝিঙে ফুলের খুশির নাচন বাঁকা ঠোঁটে।
শাপলা-শালুক, লাল পদ্ম জোছনামাখা জলে ভাসে,
শিউলি ফুলের গহনবেদন শিশির হয়ে পড়ে ঘাসে।

গোলাপ, বেলি সুবাস ছড়ায় উদাস হাওয়ায় রাশি রাশি
বকুলবীজে শিস দিয়ে তাই বাজায় সুরে প্রেমের বাঁশি।
মাধবী তার লতায়-পাতায় জড়িয়ে রাখে বুকের মাঝে,
থোকা থোকা জোছনা মেখে জেসমিনটা রাতে সাজে।
শরৎ ভোরে শিউলি পড়ে বিছায় ঘাসে সাদা চাদর
শ্বেতকাঞ্চন পাপড়ি মিলে ঠোঁটে ছোঁয়ায় উষ্ণ আদর।
গগনসিরিজ, ধুতরা, জবা, রাঙিয়ে তোলে ফুলের বন,
ফুলবাহারে শরৎ রানি মাতাল করে সবার মন।

 

কমেন্ট বক্স