শব্দরা অভিবাসী
পর্বতবাসী, বনচারী, মরু আসমানে পলল জমিনে
কিছুই নিষিদ্ধ নয়, গোল্লাছুট ধরণিতে
নিরাপদে অবতরণ, তারপর...।
বাক্য বিশৃঙ্খল
দ্রুত বোধ কাজ করে সাবলীল বিচরণে
বন্ধনে চুরি-চামারি? আকাক্সক্ষায় মোড়ামুড়ি
আহ্বানে অনিশ্চয়তা, তারপর...।
আতঙ্ক ক্ষতিকর
বাধাবন্ধনহীন, ভারসাম্য তরঙ্গ রঙ্গে
নিষেধাজ্ঞা কণ্ঠে, সত্য ভাষণে
আরব-বঙ্গে, তারপর...।
অবজ্ঞার অনুরণন
ঘূর্ণিবায়ুর আবর্তন, স্বাচ্ছন্দ্য অভাবনীয় সাইক্লোন
দানব গর্তে, সর্বসম্মত বৈষম্যের অনুকরণ
ধান্ধা সাধনায়, আদ্যোপান্ত বিশ্বাসে...।