Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

তেরোশত নদী গায় যার গান

তেরোশত নদী গায় যার গান


আহম্মদ হোসেন বাবু

(উৎসর্গ : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে)

এই যে শুনছ, উদ্বোধন তো হলো বেশ জমকালো!
কোটি কোটি প্রাণে খুশির বন্যা, রংবেরঙের আলো!
উত্তরে মাওয়া আর দক্ষিণে জাজিরা ধরেছে হাত!
পদ্মায় হাসে পদ্মিনী নারী, সকাল-সন্ধ্যা-রাত!

নিজের চক্ষে যাও একবার দেখো, ক্ষমা চাও আজ
বিরোধিতা ছিল জানি তো আমরা, মনেতে রেখো না লাজ।
দেশ-বিদেশের চক্রান্তের কথা, তবু তুমি যাও
দিনের আলোয় নাই পারো যদি, রাতের বাতাস খাও।

বহুমাত্রিক নীলনকশার কথা, সব লোকে জানে
সময় এখনো আছে যাও তুমি, ক্ষমা চাও মনে
প্রাণে।
চাঁদের আলোয় ভেসে যায় সেতু, খেলা করে সুবাতাস
সবাই যাচ্ছে তোমরাও যাও, কেন করো হা-হুতাশ?

বিদেশিনী মেম যদি তুমি চাও, দাঁড়াতে পদ্মা তীরে
ক্ষমা চাও তবে কোনো বাধা নেই, আসো তুমি ধীরে ধীরে।
পদ্মার ঢেউ বাংলার আলো, অদম্য স্রোতোধারা
মিরজাফরের বংশ তোমরা, তাই আজ পথহারা।

উদ্বোধনের দিনে সব পাখি গায়, তুমি নও কেন?
অহংকারের প্রতীক পদ্মা, সেটা মনে থাকে যেন।
নিজের টাকায় গড়লাম সেতু, শেখ হাসিনার গুণে
তেরোশত নদী গায় যার গান, আমি গাই শুনে শুনে ॥

কমেন্ট বক্স