Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

চে গুয়েভারা

চে গুয়েভারা


জহিরুল আলম মনা

চে
তুমি শিখিয়েছ
কী করে মাথা উঁচু করে থাকতে হয়,
কী করে প্রকাশ করতে হয় প্রতিবাদের ভাষা।
বুকের ভেতর লালন করে দৃঢ়তাÑ
কী করে ঘৃণা করতে হয়
ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অনিয়ম সব।
তুমি শিখিয়েছ
লড়াই ছাড়া আদায় করা যায় না,
নিজের প্রাপ্য অধিকার।

চে
তুমি দেখিয়েছ
সহজে আসে না মুক্তি,
স্বেচ্ছায় অন্ন তুলে দেয় না কেউ মুখে।
বৈষম্যের বিরুদ্ধেÑ
রুখে দাঁড়াতে হয়
গর্জে উঠতে হয়
জ্বলে উঠতে হয়
একত্রে।
তুমি দেখিয়েছ
মানুষকে ভালোবাসলে
ভালোবাসা ফিরে আসে সহস্র গুণ হয়ে।

চে
তোমার কাছে জেনেছি
দেশের সীমারেখা পেরিয়ে
শোষণ-নিপীড়ন, বর্ণবৈষম্য,
শ্রেণিবৈষম্যের অবয়ব দৃশ্যত একই।
জেনেছি
মুক্তভাবে বাঁচতে হলে
সংগ্রাম বিপ্লবের কোনো বিকল্প নেই।

বিপ্লবী চে গুয়েভারা
তুমি মানুষকে মানুষ হিসেবে
বাঁচতে শিখিয়েছ,
হাসতে শিখিয়েছ
লড়তে শিখিয়েছ
শিখিয়েছ গাইতে সাম্যের জয়গান,
স্বাধীনতার এক অন্য রকম স্বাদ।

কমেন্ট বক্স