Thikana News
২৯ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন উমামা ফাতেমা

এনসিপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন উমামা ফাতেমা সংগৃহীত
সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করে ৫ই আগস্টের চেতনায় গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে নিজের সম্পর্ক ছিন্ন করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী মুখপাত্র উমামা ফাতেমা। ২৮ এপ্রিল (সোমবার) দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
উমামা লিখেছেন, ‘সবার উদ্দেশে একটি ছোট ঘোষণা—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই।’ তিনি আরও বলেন, ‘আমার অনেক পরিচিত মানুষ এই দলটির সঙ্গে থাকলেও, ব্যক্তিগতভাবে আমার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই।’এনসিপি সংশ্লিষ্ট পরামর্শ, আলোচনায় আমন্ত্রণ বা প্রস্তাবনা তার কাছে না দেওয়ার অনুরোধ জানিয়ে উমামা লেখেন, এতে আপনার, আমার দুইজনেরই সময় বাঁচবে।
উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করে আলোচনায় আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় এ সমন্বয়ক। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের সাহসীকতার জন্য ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ ঘোষণা করে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। কিন্তু ফিলিস্তিনি স্বাধীনতাসংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার প্রত্যাখ্যানের ঘোষণা দেন উমামা ফাতেমা। 

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স