Thikana News
২৯ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

সাবেক সংসদ সদস্য জাফর  আলম ঢাকায় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য জাফর  আলম ঢাকায় গ্রেপ্তার কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলম। ফাইল ছবি
কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ২৭ এপ্রিল (রবিবার) দুপুরে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) তালেবুর রহমান।

সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। গণআন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন জাফর আলম। জাফর আলম ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, যদিও জিততে পারেননি তিনি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স