এই পৃথিবী এখন মারাত্মক মৃত্যুফাঁদে আটকে পড়েছে
মিথ্যা আশ্বাসে বিশ্বাসভঙ্গতায় সবাই আক্রান্ত
যা কিছু ভেবেছিলাম মহান তার সবই মেকি
পৃথিবীতে এখন খুনিদের রাজত্ব, অসুরদের উল্লাস
তারা শিশুদের মৃতদেহের ওপর দাঁড়িয়ে নাচে
সবাই মিথ্যার জালে আটক বেরোবার পথ নেই
মানুষের আশা-ভরসা এখন শুকনো পাতার মতো
জীবিতরাও এখন মৃতদের কাতারে দাঁড়িয়েছে
নিরুপায় মানবকুল স্তূপীকৃত সারি সারি
ধ্বংস কলের সম্মুখে দাঁড়িয়ে
খুনিদের কালো হাত স্বর্ণজলে ঝিলমিল
মুনাফার ঘূর্ণিঝড়ে সাধু চিন্ময় সাজে
জাগো তরুণ-একমাত্র আশা-ভরসার স্থল
দানবকে রুখতে হবে-নতুনের ডাকে লেগে পড়ো কাজে