Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মজলুম প্রাণের আকুলতা

মজলুম প্রাণের আকুলতা
এখানে জীবন মৃত্যুর সাথে
দৃশ্যত কোনো নাই তফাত,
গগনভেদী বিস্ফোরণে তাই
মিশে যায় সকল আর্তনাদ!

প্রকৃতির রূপ যায় না বোঝা
নিশিরাত নাকি স্নিগ্ধ দিন?
কাঁপা সুরে শুনি আজানের ধ্বনি
ব্যথিত কণ্ঠে মুয়াজ্জিন!

সারি সারি রাখা শিশুদের লাশ
ঝরে পড়া যেন ফুলের মতো,
নাড়িছেঁড়া ধন কোথায় তাঁহার?
খুঁজিতেছে মা অবিরত!

সভ্যতার এক শ্বেতপাথরে
পড়িয়াছে চাপা মানবতা,
কেউ দেখে না, কেউ শোনে না
মজলুম প্রাণের আকুলতা!
 

কমেন্ট বক্স