আসুক নতুন সূর্য, নতুন জীবন, আসুক নতুন প্রাণ,
আসুক নতুন সুর, নতুন আশা আর দেশগড়ার নতুন গান।
নতুন প্রভাত নিয়ে আসুক আশার সোনালি আলো,
আশা করি কাটবে নতুন বছর ভালো, আরো ভালো।
নতুন আশা, নতুন সম্ভাবনা নিয়ে আসুক নববর্ষ,
সে আশায় হৃদয় মাঝে জেগে উঠুক অনাবিল হর্ষ।
মুছে যাক গ্লানি, মুছে যাক সব শোক তাপ,
প্রভাতের আলোতে ধুয়েমুছে পৃথিবী হোক নিষ্পাপ।
দেশে এসেছে সম্ভাবনা নিয়ে ছাত্র-জনতার উত্থান,
আশা করি এই বছর উন্নত হবে আমাদের জীবনের মান।
আমাদের দেশ সামাজিক সম্প্রীতিতে হোক মধুময়,
কেটে যাক সব দুঃখ, কেটে যাক সব দুঃসময়।
ভালো থাকুক আমার সব ভাইবোন এই দেশে,
এই প্রার্থনাই করি করুণাময়ের কাছে অবশেষে।