Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বিশুদ্ধ লোকালয়

বিশুদ্ধ লোকালয়
সাব্যস্ত কী হয়, হোক
আমি তো এক চিমটি, আধচিমটি
ভালোবাসাও আর করব না এদিক-সেদিক
হৃদয়ের আনাচ-কানাচে
তাবৎ উর্বর ভূমিতে
যেমনটি ফলিয়েছি আজ সোনালি প্রেমাবাদ
টইটম্বুর করে তেমনি ভরিয়ে রাখব আমার
প্রতিটি গোলাঘর
তোমাদের ভালোবাসা বিলিয়ে বহুবার হয়েছি আমি
নিমখুন, নিঃস্ব
তেমন অন্যায্য আর্জি আর করো না আমায়
নির্দোষ হতে দাও আজ
স্বতঃস্ফূর্ত কদম বাড়িয়ে যেতে দাও আমাকে
বিশুদ্ধ লোকালয়।

কমেন্ট বক্স