Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

ভয় ধরা বৈশাখ

ভয় ধরা বৈশাখ
মাথার উপর সূর্য খাড়া,
তীব্র তাপে পুড়ছে পাড়া!
ইচ্ছেমতো ঢালছে গরম,
খালি গায়ে, পালায় শরম।

শুষ্ক পুকুর হাঁটুজলে,
সাঁতরে বেড়ায় ছেলের দলে!
তপ্ত হাওয়া ঢুকছে নাকে,
ক্লান্ত পথিক, খরার বাঁকে।

জল শুকিয়ে বৃক্ষ মরা,
বৈশাখ এলেই কাঁপে ধরা!
অগ্নি হাসে দাবানলে,
গরম বুঝি একেই বলে?

গাছের তলে দুপুরবেলা
বয় না বাতাস প্রাণের মেলা!
ফুঁসলে সাগর ঘূর্ণিঝড়ে,
কালবৈশাখী আঘাত করে।

গুড়ুম গুড়ুম শব্দ ডাকে,
মেঘের মেয়ে বিজলি আঁকে!
ভাঙলে বৃক্ষ প্রবল ঝড়ে,
ভয়ে চাষি কাঁপে ঘরে!
 

কমেন্ট বক্স