Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রেমহীন কবিতা

প্রেমহীন কবিতা
আমি কোন কবি নই,
বিদ্রোহী জনতার অংশ মাত্র।
কবিতা পড়ি, কখনো ভালো লাগে, তাই।
আমি রবীন্দ্র, নজরুল, মাইকেল কিংবা
সুনীলের কবিতা পড়ি, আবার শামসুর,
নির্মলেন্দুকেও ধারণ করি।
কখনো প্রেমিক, কখনো বিদ্রোহী ভাবতেই
ভালো লাগে নিজেকে। কখনো কবি ভাবতেও
ইচ্ছে করে নিজের মধ্যে, তাই
গদ্য কবিতার চর্চা করি গোপনে।
আমার হৃদয়জুড়ে আছে কবিতা।
হৃদয় আমার কবিতার চারণভূমিও বলতে পারি।
হৃদয়ে চাষ করি কবিতার,
তবে প্রেমহীন কবিতারই ফলন হয় বেশি।
আমার কবিতায় প্রেম থাকে না
কারণ, আমি কোনো প্রেমবিলাসী পুরুষ নই।
আমার কবিতার বুকজুড়ে আছে
দেশের ক্ষমতাশীন দল আর ধর্মান্ধদের অকর্মর কথা।
এদের কাছে দেশের লোক যে বড় অসহায়
আমি তাদের কথাই লিখি। আমার দেশের মানুষ
সহজ-সরল, কৃষক, সাধারণ জনতা,
তারা রাজনীতি কিংবা হঠকারিতা বোঝে না,
অথচ এসবেরই শিকার হয় তারা প্রতিনিয়ত।
আমি তাদের ন্যায্যতা আর অধিকার নিয়ে কথা বলি
তাদের আমি স্বাধীনতার কথা বলি।
যেই স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ শহীদ আর
মা-বোনেরা ইজ্জত দিয়েছে, যার বিনিময়ে পেয়েছি
আমরা আজকের স্বাধীনতা, কিন্তু বাস্তবতা যে ভিন্ন।
আমি প্রকৃত স্বাধীনতার কথা বলছি,
যে স্বাধীনতা ছিল প্রত্যাশা
সেই স্বাধীনতা কি আমরা আজও পেয়েছি?
পাইনি, তাই...
আমার কবিতায় থাকে শুধু মা, মাটি আর মানুষের কথা
আমার কবিতায় কোন প্রেম থাকে না, কারণ...
আমি প্রেমের কবি নই, প্রেম বুঝি না,
আমি বিদ্রোহী আম জনতার অংশ।
 

কমেন্ট বক্স