এসো বৈশাখ, দোলা দিয়ে প্রাণে,
আনন্দে ভরে উঠুক সোনার বাংলা হাসি ও গানে।
নতুন বাংলা বর্ষে নতুন স্বপ্ন দেখি,
সবাই কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়া শিখি।
নারী, পুরুষ ও শিশু, সবাই নতুন সাজে,
পরিবার, সমাজ ও রাষ্ট্রে আনন্দের সুর বাজে।
কেউ খায় পান্তা ও ভর্তা, আবার কেউ ইলিশ
কেউবা আবার খায় মিষ্টি, মুড়ি-লাড্ডু বেশ।
সকাল থেকে রাত, নানা অনুষ্ঠান চলে,
বাংলার ঐতিহ্যের উৎসবে আনন্দে সবার প্রাণ দোলে।
পহেলা বৈশাখে রমনার বটতলে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, উৎসব মেলে।
গ্রাম ও শহরে বসে বৈশাখী মেলা,
সবখানে আনন্দে কাটে সারা বেলা।
কেউ বিক্রি করে বাঁশি, খেলনা, ফুল ও ফল,
মিশে যায় হাসি-গানে, বর্ণিল উৎসবের আলো ঝলমল।