Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

বাংলা নতুন বর্ষ

বাংলা নতুন বর্ষ
এসো বৈশাখ, দোলা দিয়ে প্রাণে,
আনন্দে ভরে উঠুক সোনার বাংলা হাসি ও গানে।
নতুন বাংলা বর্ষে নতুন স্বপ্ন দেখি,
সবাই কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়া শিখি।

নারী, পুরুষ ও শিশু, সবাই নতুন সাজে,
পরিবার, সমাজ ও রাষ্ট্রে আনন্দের সুর বাজে।
কেউ খায় পান্তা ও ভর্তা, আবার কেউ ইলিশ
কেউবা আবার খায় মিষ্টি, মুড়ি-লাড্ডু বেশ।

সকাল থেকে রাত, নানা অনুষ্ঠান চলে,
বাংলার ঐতিহ্যের উৎসবে আনন্দে সবার প্রাণ দোলে।
পহেলা বৈশাখে রমনার বটতলে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, উৎসব মেলে।

গ্রাম ও শহরে বসে বৈশাখী মেলা,
সবখানে আনন্দে কাটে সারা বেলা।
কেউ বিক্রি করে বাঁশি, খেলনা, ফুল ও ফল,
মিশে যায় হাসি-গানে, বর্ণিল উৎসবের আলো ঝলমল।
 

কমেন্ট বক্স